November 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 17th, 2025, 11:16 am

রয়টার্সকে সাক্ষাৎকার: রায়ের আগে সহিংসতার আশঙ্কা, সতর্ক করলেন হাসিনাপুত্র জয়

 

ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার আগে বাংলাদেশে সহিংসতা ঘটতে পারে বলে সতর্ক করেছেন হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়।

মানবতাবিরোধী অপরাধের মামলায় তার মায়ের রায় ঘোষণার ঠিক আগে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকলে দলীয় নেতাকর্মীরা ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ঠেকিয়ে দেবে।

জয়ের ভাষায়, রায় ‘রাজনৈতিকভাবে প্রভাবিত’ এবং এর পরিণতি দেশে উত্তেজনা বাড়াতে পারে।

তিনি বলেন, “আমরা নির্বাচন হতে দেব না আওয়ামী লীগ ছাড়া। আমাদের প্রতিবাদ আরও জোরালো হবে, যা দরকার আমরা তা-ই করব। আন্তর্জাতিক সম্প্রদায় কিছু না করলে নির্বাচন আগে বাংলাদেশে সহিংসতা ঘটবে… মুখোমুখি সংঘর্ষ হবেই।”

ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ সোমবার (১৭ নভেম্বর) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার কথা রয়েছে। রায়টি টেলিভিশনে সরাসরি প্রচার হবে।

গতকাল রোববার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জয় আরও দাবি করেন, “আমরা জানি রায় কী হবে। তারা তাকে দোষী সাব্যস্ত করবে, আর সম্ভবত মৃত্যুদণ্ড দেবে।”

তিনি আরও বলেন, তার মা বর্তমানে ভারতে ‘সম্পূর্ণ নিরাপদ’ অবস্থায় আছেন, যেখানে তাকে ‘রাষ্ট্রপ্রধানের মতো’ নিরাপত্তা দেওয়া হচ্ছে।

জয় সতর্ক করে বলেন, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে দলীয় নেতাকর্মীরা ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন প্রতিহত করবে। পরিস্থিতি উত্তপ্ত হলে সহিংসতার আশঙ্কা বাড়বে বলেও তিনি মন্তব্য করেন।

এনএনবাংলা/