January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 29th, 2022, 7:39 pm

রসিক নির্বাচনে ইভিএম জটিলতার কারণে জাকের পার্টির সংবাদ সমম্মেলন

নিজস্ব প্রতিবেদক,রংপুর:

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ইভিএম জটিলতার কারনে রংপুরে জাকের পার্টির সংবাদ সম্মেলন করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইভিএমের ত্রুটি উল্লেখ করে নগরীর সুমি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে জাকের পার্টির প্রার্থী মো: খোরশেদ আলম। তিনি সংবাদ সম্মেলন করে আবারো ভোটের দাবী করেন। তিনি রংপুর সিটি নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণের জটিলতা তুলে ধরেন। ভোটকেন্দ্রগুলোতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও অনেক ভোটাররা ভোট দিতে ব্যর্থ হয়েছেন। ইভিএমে ভোট দেওয়ার যে জটিলতা তা বাতিল করে প্রচলিত ব্যালেটে ভোট হোক অথবা হ্যাকিংযুক্ত সর্বাধুনিক প্রযুক্তি ব্লক চেইন টেকনোলজি ও ই- ভোটিং প্রবর্তন হোক। এ সময় উপস্থিত ছিলেন- জাকের পার্টির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আশরাফুজ্জামান, মহানগর জাকের পার্টির সভাপতি আলমগীর হোসেন আলম, যুবফ্রন্টের গোলজার হোসেন, জেলা জার্কের পার্টির সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, ছাত্রফ্রটের সভাপতি আল মামুন, নেতা আবু সুফিয়ান। এদিকে বৃহস্পতিবার বিকেলে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহাবুব মোর্শেদ শামীমের পক্ষে তার লোকজন জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করতে গেলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। ওই ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন শাহাদৎ হোসেন। শামীম গত মেয়াদে কাউন্সিলর ছিলেন।