January 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 15th, 2022, 8:24 pm

রহমতের ১০ দিনে ওমরাহ্ করেছেন ২০ লাখ মুসল্লি

অনলাইন ডেস্ক :

চলমান রমজান মাসের প্রথম ১০ দিনে পবিত্র ওমরাহ্ হজ পালন করেছেন প্রায় ২০ লাখ মুসল্লি। স্থানীয় সময় গত বৃহস্পতিবার সৌদি আরবের পবিত্র দুটি মসজিদের জেনারেল প্রেসিডেন্সির প্রধান শেখ আব্দুলরাহমান আল-সুদাইস দেশটির গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। দেশটির জাতীয় গণমাধ্যম আখবারিয়ায় এক প্রতিবেদনে বলা হয়, রমজান মাসের প্রথম ১০ দিনে প্রায় ২০ লাখ পবিত্র ওমরাহ্ হাজিকে সেবা প্রদান করতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ। জেনারেল প্রেসিডেন্সি জানিয়েছে, সহজ এবং সুষ্ঠুভাবেই এই ২০ লাখ পবিত্র ওমরাহ্ হাজীদের গ্রুপিং, ওমরাহ্ হজ পালনের জন্য শিডিউলিং ইত্যাদি সবকিছুই সম্পন্ন করা হয়েছে এবং সুষ্ঠুভাবে তারা হজ পালন করেছেন। শেখ আল-সুদাইস আরও জানিয়েছেন, পবিত্র মসজিদদ্বয়ে ওমরাহ্ হাজী এবং মুসুল্লির সংখ্যা স্বাভাবিক সময়ের চাইতে রমজান মাসে অনেক বেড়েছে। তিনি জানান, করোনাভাইরাসের কারণে বজায় থাকা সকল স্বাস্থ্যবিধি ও নির্দেশনা সহজ করে দেওয়ার পর থেকে গ্র্যান্ড মসজিদ এবং মসজিদে নববীতে ওমরাহ্ করা হাজি ও মুসুল্লিদের প্রবেশ বেড়েছে।