October 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 23rd, 2025, 6:47 pm

রাকসুর পর চাকসু নির্বাচনও পিছিয়ে গেলো

 

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের তারিখ পিছিয়ে দেওয়ার পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের তারিখও পরিবর্তন করা হয়েছে।

আগামী ১২ অক্টোবরের পরিবর্তে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর। সোমবার দুপুরে নির্বাচন কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার সদস্যসচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান।

তিনি বলেন, গতকাল প্রার্থী ও আগ্রহী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অভিযোগ ওঠে যে চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রচারণার জন্য মাত্র চার দিন সময় পাওয়া যাচ্ছে। তাই আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে নির্বাচন ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, ১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত সব পরীক্ষা স্থগিত থাকবে, তবে ক্লাস যথারীতি চলবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় এক দিন বাড়িয়ে আগামীকাল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তপশিলের অন্য সময়সূচি অপরিবর্তিত থাকবে।

আজ দুপুর দুইটা পর্যন্ত সাতজন প্রার্থী ব্যক্তিগত কারণে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানান তিনি।

উল্রেখ্য, গতকাল কমপ্লিট শাটডাউন, ভিসির বাসভবন ঘেরাওয়ের ঘটনায় উত্তেজনা-অস্থিরতার পর পূজার ছুটি ও ছাত্রদলসহ ৫ প্যানেলের দাবির প্রেক্ষাপটে পেছানো হয় রাকসু নির্বাচন। ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৬ অক্টোবর রাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবে।

এনএনবাংলা/