January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 4th, 2024, 8:01 pm

রাঙ্গামাটিতে ২ ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

ফাইল ছবি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ব্রিজ পাড়ায় ইউপিডিএফ প্রসিত দলের সদস্য দীপায়ন চাকমা (৩৮) ও আশিষ চাকমাকে (৪৫) গুলি করে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করে সাজেক থানার পুলিশ।

নিহত দুইজন হলেন, মোরঘোনা ২ নম্বর ওয়ার্ড বাঘাইছড়ি রূপাকারি ইউনিয়নের মৃত শান্তি কুমার চাকনার ছেলে আশিষ চাকমা।

অপরজন হলেন- উত্তর এগুজ্জ্যাছড়ি ৫ নম্বর ওয়ার্ড বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের মৃত অনিল বরন চাকমার ছেলে দিপায়ন চাকমা।

তবে ইউপিডিএফের দাবি জেএসএস সন্তু লারমার লোকজন এই হত্যার সঙ্গে জড়িত।

তবে ইউপিডিএফের অভিযোগ অস্বীকার করে জেএসএস সন্তু লারমা দলের সাংগঠনিক সম্পাদক ত্রিদিপ চাকমা বলেন, সাজেক এলাকায় জেএসএসের কোনো সাংগঠনিক কার্যক্রম নেই। ইউপিডিএফের অভিযোগ ভিত্তিহীন।

সাজেক থানার সার্কেল এএসপি ও রাঙ্গামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহত হয়েছে। খবর পাওয়ার পরপরই সাজেক থানা থেকে পুলিশ ঘটনা স্থলে গিয়ে আইনি প্রক্রিয়া শুরু করেছে।

রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানিয়েছেন, বাঘাইছড়ির মাচালং এলাকায় দুইজন নিহত হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ঘটনা নিয়ে মামলা হবে এবং যারা জড়িত তাদের গ্রেপ্তার করা হবে।

—-ইউএনবি