অনলাইন ডেস্ক :
রাজধানীর বিভিন্ন এলাকায় সোমবার (৪ মার্চ) রেস্তোরাঁগুলোতে অভিযান চালিয়ে চার শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাদের বেশিরভাগই রেস্তোরাঁর ব্যবস্থাপক। সোমবার বিকেলে ওয়ারীর র্যাঙ্কিন স্ট্রিটে ১৪টি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ব্যবস্থাপকসহ ১৬ জনকে আটক করে পুলিশ।
বেইলি রোডে রেস্টুরেন্টে আগুন লেগে ৪৬ জন মারা যাওয়ার ঘটনায় গতকাল রবিবার ও আজ সোমবার রাজধানীজুড়ে রেস্তোরাঁয় অভিযান চালিয়ে অন্তত চার শতাধিকআটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটককৃতদের মধ্যে ৩৮১ জনের কাছে রেস্টুরেন্ট পরিচালনার অনুমতির কাগজপত্র চাওয়া হয়েছে। এসব কাগজপত্র যাচাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি: আসিফ নজরুল
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো