October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 3rd, 2025, 4:53 pm

রাজধানীতে গুলি ছুড়ে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

 

রাজধানীর মিরপুরে দুর্বৃত্তরা আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে। এর আগে বাসে থাকা যাত্রীদের নামিয়ে দেওয়ার পর দুর্বৃত্তরা গুলি ছুড়ে।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে শেওড়াপাড়ার ২৬৬ নম্বর মেট্রোরেল পিলারের কাছে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কাফরুল থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, মিরপুর থেকে আগারগাঁওগামী বাসটি শেওড়াপাড়ায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত হাতের ইশারায় থামায়। তারা চালক ও সহকারীকে মারধর করে নামিয়ে দেয়। আতঙ্কে যাত্রীরাও দ্রুত বাস থেকে নেমে যায়। এরপর দুর্বৃত্তরা বাসের সামনে কয়েক রাউন্ড গুলি ছুড়ে তাতে আগুন ধরিয়ে দেয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, আলিফ পরিবহনে ‘চেকার’ নিয়োগ নিয়ে বিরোধের জেরেই এই অগ্নিসংযোগ হয়ে থাকতে পারে। ওসি জানান, এ নিয়ে আগে থেকেই ঝামেলা চলছিল।

বাস কর্তৃপক্ষের অভিযোগ, সম্প্রতি নেছার নামের এক ব্যক্তি চাঁদার দাবিতে তাদের কর্মীদের আহত করেছিলেন। তার সঙ্গেও এই ঘটনার যোগসূত্র থাকতে পারে বলে তারা সন্দেহ করছেন।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদুর রহমান বলেন, কোম্পানির কিছু কর্মী সম্প্রতি ছাঁটাই হয়েছিলেন। ক্ষোভ থেকে তারাই এ ঘটনায় জড়িত থাকতে পারেন। তদন্ত শেষে প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, কয়েকজন যুবক বাসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়, তবে হতাহতের ঘটনা ঘটেনি।

এনএনবাংলা/