রাজধানীর বাড্ডা এলাকার একটি ফ্ল্যাটে ‘গ্যাস লিকেজ’ থেকে আগুন লেগে দুই শিশুসহ একই পরিবারের চার সদস্য দগ্ধ হয়েছেন। বুধবার ভোরে বাড্ডার সাতারকুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- আবু সাইদ (৩৮), তার স্ত্রী রেখা (২৯), তাদের মেয়ে সাফা (৯) ও ছেলে সাফিয়ান (৭)।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, ভোর সাড়ে ৩টার দিকে সাতারকুল এলাকায় তাদের ফ্ল্যাটে গ্যাস সরবরাহ লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আহতদের চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
—ইউএনবি
আরও পড়ুন
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে শ্বশুর বাড়িতে মিলল জামাইয়ের ঝুলন্ত লাশ