রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৭৩৪টি মামলা ও ৩০ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।
রবিবার (২২ সেপ্টেম্বর) ডিএমপির সহকারী কমিশনার (মিডিয়া) জাহাঙ্গীর কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ শনিবার (২১ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা করে।
এছাড়াও অভিযানকালে ৬৪টি গাড়ি ডাম্পিং ও ৩৫টি গাড়ি রেকার করা হয়েছে।
ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের জরিমানা করা টাকার মধ্যে আদায় করা হয়েছে ৩ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এই অভিযান চলতে থাকবে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
—–ইউএনবি
আরও পড়ুন
অচিরেই বিচার বিভাগের আলাদা সচিবালয় বাস্তবায়ন হবে : প্রধান বিচারপতি
সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ও সাবেক এমপি জ্যাকব রিমান্ডে
সাবেক হুইপ পঞ্চাননের বিরুদ্ধে দুদকের মামলা