রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৭৩৪টি মামলা ও ৩০ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।
রবিবার (২২ সেপ্টেম্বর) ডিএমপির সহকারী কমিশনার (মিডিয়া) জাহাঙ্গীর কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ শনিবার (২১ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা করে।
এছাড়াও অভিযানকালে ৬৪টি গাড়ি ডাম্পিং ও ৩৫টি গাড়ি রেকার করা হয়েছে।
ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের জরিমানা করা টাকার মধ্যে আদায় করা হয়েছে ৩ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এই অভিযান চলতে থাকবে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
—–ইউএনবি

আরও পড়ুন
ঈশ্বরদীতে ৮ কুকুরছানা হত্যার ঘটনায় মামলা, অভিযুক্ত নারী গ্রেপ্তার
ত্রয়োদশ সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ডেঙ্গুতে আরও ৫ প্রাণহানি, হাসপাতালে ৪৯০ জন