রাজধানীতে বাক প্রতিবন্ধী কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করা হয়েছে। রাজধানীর ভাটারায় শেওড়া রেলগেইট এলাকায় শনিবার দিবাগত রাতে ধর্ষণের এই ঘটনা ঘটে।
ভাটারা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পারভেজ জানান, প্রতিবন্ধী কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি জানান, এ ঘটনার সাথে একজন নাকি দু’জন জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভুক্তভোগী কিশোরী বাক প্রতিবন্ধী হওয়ায় কথা বলতে পারে না। তাই এ মুহুর্তে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
ওসিসি সূত্র জানায়, ফরেনসিক করানোর পরই নিশ্চিত হওয়া যাবে একজন না কয়েকজন ছিল।
—ইউএনবি
আরও পড়ুন
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগের রায় ৪ সেপ্টেম্বর
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিচার শুরু
নতুন হত্যা মামলায় গ্রেপ্তার পলক