অনলাইন ডেস্ক :
রাজধানীর মালিবাগ থেকে সাতক্ষীরার উদ্দেশে ছেড়ে যাওয়া সোহাগ পরিবহনের বাসে দুবাই থেকে বিমানে আসা অবৈধ স্বর্ণ বহন করবে একদল পাচারকারী। এরপর সেই স্বর্ণ তারা নিয়ে যাবে সাতক্ষীরা সীমান্তে। সম্প্রতি এমন তথ্যের ভিত্তিতে রাজধানীর বিমানবন্দর এলাকায় সোহাগ পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ৫৮টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা। এ ঘটনায় জড়িত থাকার দায়ে বাসচালকসহ তিনজনকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তারা হলেন- বাসচালক শাহাদাৎ হোসেন, হেলপার ইব্রাহিম ও সুপারভাইজার তাইকুল ইসলাম। সংস্থার মহাপরিচালক জানান, এসব স্বর্ণ বিদেশ থেকে এনে বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে ভারতে পাচার করা হচ্ছিল। সংশ্লিষ্টরা জানান, রাজধানীর মালিবাগ থেকে সোহাগ পরিবহনের ওই বাসটি সাতক্ষীরার উদ্দেশে যাচ্ছিল। বাসটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ট্রাফিক সিগনাল এলাকায় পৌঁছালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখার আলম ভূঁইয়ার নেতৃত্বে একটি টিম বাসে উঠে তল্লাশি শুরু করে। দীর্ঘক্ষণ তল্লাশি শেষে আনুমানিক সকাল ৯টার দিকে চালকের সিটের নিচে সুকৌশলে লুকানো অবস্থায় ৫৮টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ছয় দশমিক ৭২ কেজি, আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা। পরে কাকরাইলের আইডিইবি ভবনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান সংস্থার মহাপরিচালক। তিনি জানান, স্বর্ণেরবার উদ্ধারের ঘটনায় কাস্টমস আইন অনুযায়ী বিভাগীয় মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
১৫ জানুয়ারির মধ্যে ৫ সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে
শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল