November 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 17th, 2025, 1:00 am

রাজধানীতে বিদেশী অস্ত্রসহ ‘নিষিদ্ধ ছাত্রলীগ’ নেতা গ্রেপ্তার

প্রতীকী ছবি

 

রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে অস্ত্রসহ ও নাশকতার পরিকল্পনার অভিযোগে আলাদা অভিযানে গ্রেপ্তার করেছে র‍্যাব ও ডিবি পুলিশ।

রোববার (১৬ নভেম্বর) রাতভর মোহাম্মদপুর, আদাবর এবং খিলগাঁও এলাকায় অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়। নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন–শৃঙ্খলা রক্ষাবাহিনীর এসব তৎপরতা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

র‍্যাব-২ জানায়, মোহাম্মদপুর থানার ২৯ নম্বর ওয়ার্ড নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হেজবুল আলম রাজু (৩০) কে একটি বিদেশি রিভলভারসহ গ্রেপ্তার করা হয়েছে।
রোববার গভীর রাতে আদাবর থানাধীন প্রধান সড়কের নবোদয় হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তার কাছ থেকে উদ্ধার করা রিভলভারটি কোথা থেকে এলো এবং কী উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল—তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে খিলগাঁওয়ের নবীনবাগ এলাকায় অভিযানে গ্রেপ্তার করা হয় নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম জয়কে (২৫)।

ডিবি সাইবার অপরাধ তদন্ত (দক্ষিণ) বিভাগের কর্মকর্তারা জানান, রাজধানীতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ঝটিকা মিছিল আয়োজনের পরিকল্পনা, অর্থায়ন, সমন্বয় ও সক্রিয় অংশগ্রহণের প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, রাজধানীতে নাশকতার যেকোনো প্রচেষ্টা রোধে নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। আটক দুই নেতাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এনএনবাংলা/