নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার (২১ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তার ৫২ জনের কাছ থেকে তিন হাজার ৪৬ পিস ইয়াবা, ২৩৮ গ্রাম হেরোইন, ৩০০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
গাঁজা বিক্রির সময় দুই নারীসহ গ্রেপ্তার ৩: এদিকে রাজধানীর শাহআলী থানাধীন বিসমিল্লাহ ফাস্ট ফুডের দোকানের সামনে গাঁজা বিক্রির সময় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে দুজনই নারী। তাদের কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তাররা হলেন- খাদিজা, মো. সৈয়দ আলী ও সালমা বেগম। বৃহস্পতিবার (২১ অক্টোবর) শাহ্ আলী থানার ওসি আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত বুধবার রাতে আমাদের কাছে তথ্য আসে, শাহআলী থানাধীন ডি-ব্লকে অবস্থিত বিসমিল্লাহ ফাস্ট ফুডের দোকানের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী একত্র হয়েছেন মাদক বিক্রির উদ্দেশ্যে। তথ্যের সত্যতা যাচাই-বাছাই করে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখতে পায়, তিন মাদক কারবারি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে। এ সময় তিনজনকেই গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাবাদে গাঁজা বিক্রির উদ্দেশ্যে ওই স্থানে অবস্থান নিয়েছিল বলে স্বীকার করেছে তারা। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে শাহ্ আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে, রাজধানীর গেন্ডারিয়া এলাকা থেকে গাঁজাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গেন্ডারিয়া থানা পুলিশ। গ্রেপ্তারদের নাম- মো. মজনু ও মো. রিপন খান। বৃহস্পতিবার (২১ অক্টোবর) গেন্ডারিয়া থানার ওসি মো. নূর আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে বলেন, গত বুধবার রাতে গেন্ডারিয়া থানার স্বামীবাগ এলাকায় অভিযান চালিয়ে মজনু ও রিপনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
আরও পড়ুন
সরকারি দপ্তরে তদবির বন্ধে যে পদক্ষেপ নিলেন নাহিদ
সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটা নিষিদ্ধ হোক : শাহরুখ খান
৪৩তম বিসিএস গোয়েন্দা সুপারিশে বাদ ২২৭ জন, থাকছে পুনর্বিবেচনার সুযোগ