নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে শুক্রবার (১২ নভেম্বর) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।শুক্রবার (১২ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তার ৬২ জনের কাছ থেকে ৩২৫ পুরিয়া হেরোইন (১৯০ দশমিক ৭৫ গ্রাম), ৯ বোতল দেশি মদ, ২ হাজার ৯২২ পিস ইয়াবা ও ৪৭ কেজি ৩৭০ গ্রাম ৭৫ পুরিয়া গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
অ্যাম্বুলেন্সে গাঁজা বহনকালে গ্রেপ্তার ৫: রাজধানীর রমনা এলাকায় অভিযান চালিয়ে অ্যাম্বুলেন্সে গাঁজা বহনকালে ৩২ কেজি গাঁজাসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। এ সময় গাঁজা বহন কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. রাজু মিয়া, মো. মুরাদ, মো. সজিব মিয়া, মো. সারোয়ার হোসেন ও মো. মুন্না। শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাজন কুমার সাহা এসব তথ্য জানান। গত বৃহস্পতিবার রাতে রমনা মডেল থানার ওয়ারলেস মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
‘এইচএমপিভি’, নতুন ভাইরাস ছড়িয়ে পড়ছে যেভাবে