January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 19th, 2021, 8:40 pm

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২৪

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে শুক্রবার (১৯ নভেম্বর) ভোর ছয়টা পর্যন্ত চালানো অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান চালানো হয়। শুক্রবার (১৯ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তার ১২৪ জনের কাছ থেকে ১৬ হাজার ৯৫৪ পিস ইয়াবা, ১৯৬ গ্রাম (৩০১ পুরিয়া) হেরোইন, ৬৮ কেজি ৬৯০ গ্রাম (১৬০ পুরিয়া) গাঁজা, ২০টি নেশা জাতীয় ইনজেকশন ও ১০০ গ্রাম আইস জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯২টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩: রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেনÑমো. শাহিন, মো. খোরশেদ আলম ও গোবিন্দ চক্রবর্তী। ডিবি জানায়, গ্রেপ্তারদের মধ্যে শাহিন কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি করতেন। মাদককারবারি করে তিনি ৮ কাঠা জমি কিনে বাড়িও করেছেন। শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে অভিযানের নেতৃত্ব দেওয়া সংঘবদ্ধ অপরাধ ও গাড়িচুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মধুসুদন দাস এসব তথ্য জানান। তিনি বলেন, কিছু মাদককারবারি ডেমরা থানার হাজী হোসেন প্লাজা মার্কেটের সামনে ইয়াবা বিক্রি করছে বলে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে ওই স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা কক্সবাজার জেলা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগর ও আশপাশ এলাকায় বিক্রি করতেন। গ্রেপ্তার শাহিনকে জিজ্ঞাসাবাদে জানায়, কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি করে তিনি ৮ কাঠা জমি কিনে বাড়িও করেছেন। তার সঙ্গে ৫০ জন ইয়াবা কারবারি ছিল, যারা এর আগে পুলিশের হাতে ধরা পড়ে। কিন্তু এতোদিন বিভিন্ন ছদ্মবেশে ইয়াবা বিক্রি করে আসছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ গোয়েন্দা কর্মকর্তা।