নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১৫ হাজার ১৯০ পিস ইয়াবা, ১৩০ গ্রাম হেরোইন, ৪ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ৮৫ বোতল ফেন্সিডিল ও ২০টি ইনজেকশন জব্দ করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১১ অক্টোবর, ২০২১ (গত সোমবার) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা রুজু হয়েছে।
ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার: এদিকে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলো মো. জাহিদ আলী, মো. আমিনুল ইসলাম ও মো. ইউসুফ। গত সোমবার বিকালে ভাটারার ছোলমাইদ এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাদের ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু মঙ্গলবার (১২ অক্টোবর) জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালীন তথ্য আসে যে, ভাটারার ছোলমাইদ এলাকায় একটি রেস্টুরেন্টে মাদক ব্যবসায়ীরা ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ভাটারা থানায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশ এ কর্মকর্তা।
আরও পড়ুন
হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর
হত্যাচেষ্টা মামলায় পলক, রাষ্ট্রদ্রোহে জাহাঙ্গীর গ্রেপ্তার
আইনজীবী আলিফ হত্যা মামলায় ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ