অনলাইন ডেস্ক :
রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল এবং পল্টন এলাকায় র্যাবের সাঁড়াশি অভিযানে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। বুধবার (১২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, গত মঙ্গলবার রাতে রাজধানীতে র্যাব-৩ একাধিক অভিযান চালায়। অভিযানে শাহজাহানপুর, মতিঝিল এবং পল্টন থানাধীন এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ মোট ১৩ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. পারভেজ (২৫), মো. জসিম (২২), মো. আরিফুল ইসলাম (১৯), মো. জাহিদুল ইসলাম (১৯), মো. বাদশা চৌকিদার (৩০), মো. জাহিদুল হাসান হৃদয় (২১), মো. মিলন (২৮), মো. মোজ্জাম্মেল হক (৪৫), মো. মারুফ (৩৫), মো. আরিফ হোসেন (১৮) ও মো. সোহেল (৩০), মো. সাকিব (১৮) ও মো. আকাশ (২৫)। অধিনায়ক আরিফ মহিউদ্দিন জানান, গ্রেপ্তাররা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে এবং তারা নিয়মিতভাবে রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল এবং পল্টন এলাকায় ছিনতাইয়ের কার্যক্রম চালিয়ে আসছিল। আসামিদের কাছ থেকে একটি এন্টিকাটার, পাঁচটি ব্লেড, পাঁচটি চাকু, একটি সুইচ গিয়ার, একটি কেঁচি, একটি মোবাইলফোন এবং নগদ ২৮০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ
অসদাচরণের ৩৩ অভিযোগ, বিচারকের ১২ ও কমকর্তা-কর্মচারীদের ১৫