অনলাইন ডেস্ক
রাজধানীর পল্লবীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই যুবকের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন- মো. রিয়াদ গাজী (১৭) ও মো. তোফাজ্জল (১৯)। শনিবার (৫ এপ্রিল)সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুজনের পরিচয় শনাক্ত করেন তাদের আত্মীয়।
নিহত রিয়াদের চাচা আব্দুল্লাহ বলেন, আমার ভাই দুবাইপ্রবাসী আর আমার ভাতিজা চাঁদপুরে একটি কলেজে পড়াশোনা করতো। ঈদের ছুটিতে বন্ধু তোফাজ্জলের বাসায় ঢাকায় ঘুরতে যায়। গতকাল দুই বন্ধু মোটরসাইকেলে করে পল্লবীর কালশী ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি প্রাইভেটকার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় তারা গুরুতর আহত হয়। পরে তাদের ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তোফাজ্জলের ভাই নাঈম বলেন, আমার ভাই ক্যান্টনমেন্টের মানিকদি ই,এল, এফ,চাইল্ড স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। আমাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা থানায়। বর্তমানে ক্যান্টনমেন্টের মানিকদি এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকি।
পল্লবী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আতিকুর রহমান জানান, নিহত দুই যুবকের পরিবারে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রাইভেটকারচালককে আইনের আওতায় আনা হয়েছে এবং প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
আরও পড়ুন
প্রকৃতি ও প্রাণিজগতের সঙ্গে একদিন
পরীমনি, খবর প্রকাশ করায় দুষেছেন গণমাধ্যমকে
ফের চেন্নাইয়ের নেতৃত্বে ধোনি!