রাজধানীর মুগদার মান্দা এলাকায় শনিবার ভোরে পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে এক নারী খুন হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
নিহত নার্গিস আক্তার (৩৪) নোয়াখালী জেলার রিকশাচালক রেজাউল হক (৪০) এর স্ত্রী।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বলেন, নার্গিস আক্তার ও তার স্বামী রেজাউল মুগদার উত্তর মান্দায় একটি ভাড়া বাসায় থাকতেন এবং তাদের তিন সন্তান গ্রামেই থাকে।শুক্রবার মধ্যরাতে তার এক সন্তান তাদের মাকে ফোন করে। কিন্তু তাকে ফোন না পাওয়ায় শনিবার সকালে এক আত্মীয় বাড়িতে এসে দরজা বাইরে থেকে বন্ধ দেখতে পান। পরে তিনি দরজা ভেঙে নার্গিসকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
এসআই বলেন,আমরা হত্যার তদন্ত করছি। তবে এর পেছনে পারিবারিক কলহ রয়েছে বলে আমরা সন্দেহ করছি।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন