ঢাকা মহানগরীতে চলতি বছরের গত ১০ মাসে মোট ১৯৮টি হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। মঙ্গলবার (১৮ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য তুলে ধরেন।
ডিসি তালেবুর রহমান জানান, গড়ে প্রতি মাসে রাজধানীতে প্রায় ২০টি হত্যাকাণ্ড ঘটে। এসব ঘটনার অধিকাংশেরই রহস্য উদঘাটন করা হয়েছে এবং অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে ডিএমপি কর্মকর্তা চলমান আলোচিত পল্লবী যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা প্রসঙ্গেও কথা বলেন। তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িত বাকি দুজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। তাদের গ্রেফতার হলে ঘটনার পেছনের কারণ ও পরিকল্পনা স্পষ্ট হবে বলে জানান তিনি।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পল্লবীর পুরোনো থানার কাছে সি ব্লকে একটি হার্ডওয়্যার দোকানে ঢুকে গোলাম কিবরিয়াকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়— মাস্ক ও হেলমেট পরা তিনজন ব্যক্তি দোকানে প্রবেশ করে মুহূর্তের মধ্যে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে।
চেয়ার ধরে নিজেকে বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হন কিবরিয়া। দোকানে আরও লোকজন থাকলেও অস্ত্রধারীদের সামনে তারা কোনো প্রতিরোধ গড়তে পারেননি। মাত্র ১০ সেকেন্ডেই হত্যাকাণ্ড ঘটিয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।
ডিএমপির আশ্বাস
রাজধানীতে সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলো নিয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে ডিসি তালেবুর রহমান বলেন, “রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা সর্বোচ্চ তৎপরতা অব্যাহত রেখেছি। প্রতিটি হত্যার তদন্ত গুরুত্বসহকারে করা হচ্ছে।”
এনএনবাংলা/

আরও পড়ুন
রাজধানীর গুলিস্তানে রমনা ভবনে আগুন
রাজধানীর কুড়িলে আগুনে পুড়ল ঘরবাড়ি
আইটি ব্যবসার আড়ালে অনলাইনে সিসা কারবার, ১৮ কেজি সিসাসহ গ্রেপ্তার ২