রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে রবিবার ভোরে ১৮ হাজার ৬০০ পিস ইয়াবাসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সোহাগ চৌধুরী (২৫), রিয়াজুল ইসলাম (২৪), আফরিজ চৌধুরী (২৫), শাওন (২০) ও মাহাবুবুল আলম শুভ (২৫)।
র্যাব সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা কক্সবাজার থেকে মাদক ক্রয় করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।
—ইউএনবি

আরও পড়ুন
সাবেক মেয়র আতিকুল ও তার স্ত্রী-মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা
হাদি হত্যা মামলায় প্রধান আসামি ফয়সালের ৬৫ লাখ টাকা ফ্রিজ, গ্রেপ্তার ১১
সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রী রুকমীলাসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা