January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 27th, 2022, 9:22 pm

রাজধানীতে ৭ গাড়ি ‘চোরাচালানকারী’ গ্রেপ্তার

রাজধানীতে অভিযান চালিয়ে গাড়ি চোরাচালান চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাজধানীর লালবাগ, ভাটারা ও পল্টন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- এনামুল মোল্লা (৩৫), এনামুল হক ওরফে এনাম (৪৭), বকুল চৌধুরী (২৪), শরীফ আহমেদ ওরফে কালু (৪০), বিল্লাল হোসেন (২৮), ইকবাল হোসেন ওরফে পলাশ (৩৪) ও ইকবাল খান (৩২)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন যানবাহনের যন্ত্রাংশসহ তাদের গ্রেপ্তার করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে বারিধারা,মহাখালী ও ধোলাই খাল এলাকায় বিভিন্ন যানবাহনের যন্ত্রাংশ চুরি ও মোটর যন্ত্রাংশের দোকানে বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় পল্টন থানায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

—ইউএনবি