মহানগর ও আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ নগরীর সন্দেহভাজন আট ডাকাতকে আটক করা হয়েছে। রবিবার রাতে মোহাম্মদপুর বসিলা এলাকা থেকে তাদের আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির গোয়েন্দা শাখা এ তথ্য জানিয়েছে।
আটক ব্যক্তিরা হলেন- মো. মোজাম্মেল হোসেন আপেল, হাজী মো. জাহাঙ্গীর আলম, মো. জামির খান, মো. মুজিবুর রহমান মজিদ মোক্তার, মো. মাসুম গাজী, শফিকুল খারাদী, মো. কুদ্দুস আলী ও মো.কাউছার মিয়া।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবির (তেজগাঁও বিভাগ) একটি দল এদের আটক করে। গোয়েন্দারা তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, একটি বন্দুক, একটি ওয়্যারলেস সেট, একটি হাতকড়া, দু’টি নকল ডিবি জ্যাকেট এবং চারটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চক্রটি গত কয়েক মাসে সারাদেশে বেশ কয়েকটি ডাকাতি করেছে। এছাড়া বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা এবং সামরিক বাহিনীর বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত ও বরখাস্ত সদস্য এই চক্রের সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে।
—ইউএনবি
আরও পড়ুন
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
‘এইচএমপিভি’, নতুন ভাইরাস ছড়িয়ে পড়ছে যেভাবে
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ