রাজধানীর আদাবর এলাকায় একটি বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দেড় ঘণ্টার চেষ্টায় রবিবার (২৮ মে) দুপুর ১টা ৩৩ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এছাড়া ভবন থেকে দুই নারীসহ তিনজনকে উদ্ধার করা হয়েছে। এদিকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে দুপুর ১২টার দিকে আদাবরের ১০ নম্বর সড়কের আটতলা ভবনের বেইজমেন্টে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১টা ৩৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলেও জানান তিনি।
—–ইউএনবি
আরও পড়ুন
মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিক সিদ্দিকের স্ত্রী-মেয়ে
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও