January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 20th, 2022, 1:56 pm

রাজধানীর এরশাদ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর ওয়ারী এলাকায় মঙ্গলবার ভোরে একটি বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সকাল ৬টার দিকে কাপ্তানবাজার এরশাদ মার্কেটের একটি দোতলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার কারণ জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

—ইউএনবি