রাজধানীর বনানীর গোডাউন বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রবিবার (২৪ মার্চ) বিকাল ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (এফএসসিডি-মিডিয়া সেল) সদর দপ্তরের স্টেশন অফিসার তালহা বিন জসিম বলেন, রবিবার বিকাল ৪টা ৫ মিনিটে বস্তিতে আগুনের সূত্রপাত হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিকাল ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফায়ার সার্ভিসের একটি দলের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দলও যোগ দেয়।
তিনি বলেন, তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
—–ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন