রাজধানীর বনানীর গোডাউন বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রবিবার (২৪ মার্চ) বিকাল ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (এফএসসিডি-মিডিয়া সেল) সদর দপ্তরের স্টেশন অফিসার তালহা বিন জসিম বলেন, রবিবার বিকাল ৪টা ৫ মিনিটে বস্তিতে আগুনের সূত্রপাত হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিকাল ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফায়ার সার্ভিসের একটি দলের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দলও যোগ দেয়।
তিনি বলেন, তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
—–ইউএনবি

আরও পড়ুন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের
কুমিল্লায় বাস–সিএনজি–মোটরসাইকেল সংঘর্ষে বাসে আগুন, শিশুসহ নিহত ৪
এলপি গ্যাস ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার