রাজধানীর ডেমরায় সোমবার (১ এপ্রিল) সন্ধ্যায় লন্ডন এক্সপ্রেস পরিবহনের ১৪টি ভলভো বাসে আগুন লাগার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিনকে প্রধান করে গঠিত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।
ডেমরা ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক মো. শামসুজ্জোহা ও সিনিয়র স্টেশন অফিসার ওসমান গণিকে যথাক্রমে সদস্য সচিব ও কমিটির সদস্য করা হয়েছে।
—–ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন