April 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 20th, 2024, 4:46 pm

রাজধানীর দয়াগঞ্জে সড়ক অবরোধ ব্যাটারিচালিত রিকশাচালকদের, সংঘর্ষে দুই পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় আজ বুধবার দুপুর ১২টা থেকে আড়াই ঘণ্টা রাজধানীর দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চালকেরা। এ সময় পুলিশের সঙ্গে চালকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে আজ দুপুর ১২টার দিকে রাজধানীর দয়াগঞ্জ মোড় অবরোধ করেন চালকেরা। এ সময় সড়কের দুদিকে অসহনীয় যানজটের সৃষ্টি হয়। চালকদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে পুলিশ। তবে চালকেরা এই অনুরোধ না শুনে উল্টো পুলিশের ওপর আক্রমণ চালান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। বেলা আড়াইটার দিকে ব্যাটারিচালিত রিকশাচালকেরা সড়ক ছেড়ে দেন। পরিস্থিতি শান্ত হয়।

আজ বেলঅ তিনটার দিকে যোগাযোগ করা হলে ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার খোন্দকার নাজমুল হাসান বলেন, ব্যাটারিচালিত রিকশাচালকেরা সড়ক অবরোধ করার সময় পুলিশের ট্রাফিক বক্সে দুই পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখেন। রিকশাচালকদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে গতকাল মঙ্গলবার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, দুই সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।