রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা ও পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ, তবে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।
পল্লবী থানার এসআই রাশেদুল ইসলাম জানান, ব্লক-সি এর ১৩ নম্বর রোডে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের এক পর্যায়ে গোলাম কিবরিয়াকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি ছোড়া হয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। কারা জড়িত, তা শনাক্তে কাজ চলছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” নিহতের মৃতদেহ বর্তমানে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, গুলিবিদ্ধ অবস্থায় কিবরিয়াকে হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে পল্লবী এলাকা এবং হাসপাতাল প্রাঙ্গণে যুবদল ও বিএনপির নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। পুরো এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
শেখ হাসিনা ও কামালের প্রত্যর্পণ চেয়ে নয়াদিল্লিকে চিঠি পাঠাবে ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা
হাসিনাকে ফেরাতে ভারতকে ফের চিঠি দেবে সরকার: আইন উপদেষ্টা
মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের