অনুমতি না পাওয়ায় অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়িয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। তবে প্রতিটি থানা ও ওয়ার্ড কার্যালয়ে দলটির নেতাকর্মীরা সতর্ক পাহারায় আছেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে প্রতিটি থানা ও ওয়ার্ড কার্যালয়ে নেতা-কর্মীরা সতর্ক পাহারা দেবেন।’
এর আগে গতকাল (শুক্রবার) সন্ধ্যায় বিএনপির অবস্থান কর্মসূচি প্রতিহত করতে শনিবার সকাল থেকে ঢাকার প্রবেশমুখে ডেমরা, যাত্রাবাড়ী, বাবু বাজার, শ্যামপুর, কমলাপুরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অবস্থান নেবেন বলে জানানো হয়েছিল।
—-ইউএনবি
আরও পড়ুন
গোপালগঞ্জকে আবু সাইদগঞ্জ বানাতে হবে: রাশেদ
সেনা-পুলিশ পাহারায় গোপালগঞ্জ ছেড়েছেন এনসিপি নেতারা
গোপালগঞ্জে পরিস্থিতি সামলাতে বিজিবি মোতায়েন