রাজধানীর মালিবাগ রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত নাজির আহমেদ (৪০) চট্টগ্রামের চকবাজারের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি মালিবাগ রেলগেটে একটি বাস সার্ভিসে কাজ করতেন এবং সেখানেই থাকতেন।
ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফারুক আহমেদ জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এএসআই ফারুক জানান, ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
—-ইউএনবি
আরও পড়ুন
সেনাবাহিনীর পিকআপে ট্রাকের ধাক্কা, ৮ সেনাসদস্য আহত
শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ
আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও করতেন তৌহিদ আফ্রিদি: আইনজীবী