রাজধানীর লালবাগ এলাকার একটি প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে শহীদ নগর বউ বাজার এলাকার চার নম্বর গলির টিন শেড কারখানাটিতে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা করে দুপুর ১টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তারা এখন আগুন সম্পূর্ণভাবে নেভানোর চেষ্টা করছে বলেও জানান তিনি।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণও জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
—ইউএনবি
আরও পড়ুন
দেশে এই মুহুর্তে দরকার বিচার ও সংস্কার: নাহিদ ইসলাম
এসআই পরিচয়ে থানায় তরুণী, কনস্টেবলকে ভুলে ‘স্যার’ ডেকে ধরা
যৌন নির্যাতনের কারণে নিখোঁজের ২১ দিন পর কিশোরী রিতু পিবিআই হেফাজতে