রাজধানীর শনির আখড়ায় চৌরাস্তা ব্রিজের কাছে মৌমিতা পরিবহনের একটি বাস থামিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর দেশব্যাপী চলমান ৪৮ ঘণ্টার অবরোধের অংশ হিসেবে সেমাবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে চৌরাস্তা ব্রিজের কাছে মৌমিতা পরিবহনের একটি বাস থামিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
তিনি আরও জানান, খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
মঙ্গলবার সকাল ৬টায় শেষ হওয়া চলমান অবরোধে যানবাহনে অগ্নিসংযোগ ও ভাংচুরসহ ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে।
আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে এবং নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের জন্য চাপ সৃষ্টি করতে বিএনপি ও সমমনা দলগুলো বুধবার থেকে আবারও ৪৮ ঘণ্টার দেশব্যাপী সড়ক-রেল-নৌপথ অবরোধ করবে।
সোমবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
—–ইউএনবি
আরও পড়ুন
৪ দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে উর্দুভাষীরা
শীতে রোগমুক্ত জীবন পেতে সাহায্য করবে যেসব ভেষজ
অন্যতম দর্শনীয় স্থান মহামায়া লেক