পুলিশের বাধায় রাজধানীর শান্তিনগর মোড়ে শেষ হয়েছে ‘দলীয় সরকারের অধীনে একতরফা তফসিল জনগণ মানে না’ ব্যানারে শুরু হওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল।
বুধবার (১৫ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে বায়তুল মোকাররমের উত্তর ফটক থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড়, কাকরাইল হয়ে শান্তিনগর চৌরাস্তায় পুলিশের বাধার মুখে পড়ে গণমিছিলটি।
মিছিলটি শুরু হওয়ার পর থেকে এ সড়ক দিয়ে যান চলাচল বন্ধ ছিল। তবে বিকাল সোয়া ৪টা থেকে এসব সড়ক দিয়ে যানচলাচল স্বাভাবিক হয়।
এসময় দলটির যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী তফসিল ঘোষণা না করার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বৃহস্পতিবার জেলায় জেলায় বিক্ষোভ মিছিল করা হবে।
বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে রমনা বিভাগের উপকমিশনার মো. আশরাফ হোসেন বলেছেন, মিছিলটি পুরো পথ গেলে জনদুর্ভোগ সৃষ্টি হবে। তাই মিছিলটি যেতে দেওয়া হয়নি।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন