ঢাকার শ্যামলী এলাকায় বৃহস্পতিবার রাতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় নিহত একজনকে উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের গুদাম পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম বলেন, রাত ১১টা ২৫ মিনিটের দিকে ‘রূপায়ণ শেলফোর্ড’ নামের ২০ তলা ভবনের সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, ২৩ জনকে নিরাপদে নামিয়ে আনা হয়। এর মধ্যে টার্ন টেবল লেডার (টিটিএল) দিয়ে নামানো হয় ছয়জনকেl
নিহত পুরুষ একজনকে ভবনের ১৯ তলা থেকে উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
—-ইউএনবি
আরও পড়ুন
সাবেক এমপি মমতাজের পিএসসহ গ্রেপ্তার ৬
পাকিস্তানে এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ ৫ জন নিহত
কুলাউড়ায় বরমচাল ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন