রাজধানীর শ্যামলী স্কয়ারের সামনে ‘ওয়েলকাম’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর শ্যামলী এলাকায় ঘটনাটি ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শ্যামলী স্কয়ারের সামনে দুর্বৃত্তরা বাসে আগুন ধরিয়ে দেয়। সবার সহযোগিতায় তাৎক্ষণিকভাবে আগুন নেভানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এর আগে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলোর ডাকা তিন দিনের দেশব্যাপী অবরোধের মধ্যে বুধবার ঢাকার মুগদা ও কাফরুল এলাকায় দুটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।
—-ইউএনবি
আরও পড়ুন
৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র
জনতা ব্যাংক থেকে নিয়মের বাইরে ঋণ নিয়েছে ওরিয়ন গ্রুপ
যারা পিআর পদ্ধতি নিয়ে কথা বলছে, নির্বাচন নিয়ে তাদের ষড়যন্ত্র রয়েছে: টুকু