January 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 18th, 2022, 10:20 am

রাজনগরে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

রাজনগর থানা পুলিশ এর আয়োজনে এবং এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজারের পরিচালনায় বৃহস্পতিবার রাজনগরে এক দিনের আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত উক্ত দাবা টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলার ৩৭ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে ক্যাশমানি পুরস্কার বিতরণ করেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতা।

রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়ের সভাপতিত্বে এবং এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজারের সাধারন সম্পাদক ওয়াজিল মেহেদীর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজনগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মিলন বখত, রাজনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সজল কুমার চক্রবর্ত্তী, এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশের সাবেক সভাপতি মো: এনায়েত হোসেন, মৌলভীবাজার জেলা দাবা সমিতির সভাপতি এডভোকেট মুশতাক আহমদ মম, এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজারের সভাপতি এম. মছব্বির আলী, এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স সুনামগঞ্জের সভাপতি শাহ মাহফুজুল করিম ও কালের কন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল প্রমুখ।

৭ রাউন্ড সুইসলীগ পদ্ধতিতে অনুষ্টিত দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হোন মানিকগঞ্জের দাবাড়ু জাবেদ আল আজাদ, ২য় হোন ঢাকার দাবাড়ু সোহেল চৌধুরী, ৩য় হোন ঢাকার দাবাড়ু মো: আবু হানিফ, ৪র্থ হোন বাগেরহাটের দাবাড়ু মাছুম হোসেন, ৫ম হোন সিলেটের দাবাড়ু মোঃ আসিকুর রহমান, ৬ষ্ট হোন চট্রগ্রামের দাবাড়ু মো: এনায়েত হোসেন, ৭ম হোন মৌলভীবাজারের দাবাড়ু জাবের আল হামিদ, ৮ম হোন সিলেটের দাবাড়ু আসাদুজ্জামান আসাদ, ৯ম হোন ঢাকার দাবাড়ু সিয়াম চৌধুরী, ১০ম হোন সুনামগঞ্জের দাবাড়ু শাহ মাহফুজুল করিম।

এছাড়াও মহিলাদের জন্য নির্ধারিত ১১তম ও ১২তম পুরস্কার পান বড়লেখার দাবাড়ু হামিদা বেগম ঝুমা ও রাজনগরের দাবাড়ু চৈতি রানী।

অনুর্ধ্ব ১৪ ক্যাটাগরিতে ১৩তম ও ১৪তম হোন রাজনগরের দাবাড়ু তপু কর ও মৌলভীবাজারের দাবাড়ু ইব্রাহীম আহমদ ফাহিম।

খেলায় প্রধান আর্বিটারের দায়িত্ব পালন করেন হাসনাত এলাহী চৌধুরী, তাকে সহযোগিতা করেন এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজারের সভাপতি এম, মছব্বির আলী ও যুগ্ম সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী শাহেদ।