September 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 15th, 2025, 5:20 pm

রাজনীতিকে গণমুখী ও ইতিবাচক ধারায় এগিয়ে যেতে হবে- প্রিন্স

সাইদুর রহমান রাজু, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: বিএনপি জাতীয় নির্বাহী কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন আলোকিত দেশ গড়তে আলোকিত মানুষ চাই। শুধুমাত্র বড় বড় ডিগ্রী বা ভালো রেজাল্ট নয়, শিক্ষার পাশপাশি মানবিকতা, ধর্ম ও সংস্কৃতির আলোয় আলোকিত হলেই আলোকিত মানুষ ও আলোকিত দেশ গড়া সম্ভব হবে ।

তিনি আজ (১৪ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৫ এ এসসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন ।” মাজেদ বাবু ফাউন্ডেশন” এর  উদ্যোগে ঈশ্বরগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রেস্ট, বই ও বৃত্তি প্রদান করা হয় ।

মাজেদ বাবু ফাউন্ডেডশনের প্রতিষ্ঠাতা, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর সৈয়দ হাসিবুল হাসান চৌধুরী।

অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনিসহ ঈশ্বরগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ , প্রধান শিক্ষক , বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কৃতি শিক্ষার্থীরা বক্তব্য রাখেন । পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, কৃতি শিক্ষার্থীদের এই মিলন মেলায় মনে হচ্ছে আলোর ভুবনে অনেক তারার মাঝে বসে আছি। এই তারাদেরকে দেশের সেরা তারায় পরিনত করতে হবে। তিনি সকলকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন তারা শুধু ঈশ্বরগঞ্জের নয় সমগ্র দেশের মুখ উজ্জল করবে।

তিনি শিক্ষার্থীদের রাজনীতি সচেতন থেকে দেশপ্রেম ও জাতীতবোধে জাগ্রত থাকার ও  ৭১ ও ২৪ এর চেতনায় সাম্য, মানবিক ও গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়তে এগিয়ে আসার আহ্ববান জানান। রাজনীতিই সব কিছুর মুলে আছে।

তিনি বলেন আরো বলেন, বিগত দিনে রাজনীতির নামে দুর্নীতি, লুটপাট, দমন, নিপীড়নের কারণে অনেকে মনে করছেন, এসব বুঝি রাজনীতির অনুষঙ্গ। কিন্তু তা নয়, এসব রাজনীতি ধ্বংসের অনুসঙ্গ, রাজনীতি সমাজ কল্যাণ ও দেশপ্রেমের সর্বোচ্চ প্লাটফর্ম। এই প্লাটফর্মকে অপব্যবহার করে অনেকে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে, রাজনৈতিক অঙ্গনকে বিতর্কিত ও নষ্ট করে গেছে । যে কারণে তাদের শুধু পতনই হয় নাই, তাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে । এখন রাজনীতিকে গণমুখী ও ইতিবাচক ধারায় এগিয়ে নেয়ার সময় ।