July 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 24th, 2025, 5:04 pm

রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তায় কমেছে বিলাসবহুল গাড়ির বিক্রি

 

রাজনৈতিক টালমাটাল অবস্থা আর অর্থনীতির দোদুল্যমানতার মাঝে থমকে গেছে বিলাসবহুল সেডান ও স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (SUV) গাড়ির বাজার। গত ছয় মাসে এই খাতে বিক্রি উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে জানাচ্ছেন শিল্প সংশ্লিষ্টরা।

গত বছরের জুলাই মাসে শুরু হওয়া রাজনৈতিক অস্থিরতা ও গণবিক্ষোভের পর থেকেই বিলাসবহুল গাড়ির বাজার কার্যত স্থবির হয়ে পড়েছে। হঠাৎ সরকার পরিবর্তনের ফলে অনেকেই খরচে লাগাম টেনেছেন।

যদিও বিলাসবহুল গাড়ি নিয়ে নির্দিষ্ট কোনো সরকারি তথ্য নেই, তবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রতি মাসে গড়ে প্রায় ৮৭১টি SUV নিবন্ধিত হয়েছে। শিল্প সংশ্লিষ্টদের মতে, এর মধ্যে প্রায় ১০ শতাংশ গাড়ি বিলাসবহুল ক্যাটাগরির অন্তর্ভুক্ত।

Audi, BMW, Mercedes-Benz-এর প্রায় সব মডেলকেই বিলাসবহুল ধরা হয়। এছাড়া Toyota-র Land Cruiser, Harrier, Prado এবং Mitsubishi-র Pajero মডেলগুলো প্রিমিয়াম গাড়ির তালিকায় পড়ে।

Executive Motors Ltd.-এর অপারেশন্স ডিরেক্টর আসিক উন নবী গণমাধ্যমকে জানান, “গত বছর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আমরা গড়ে প্রতি মাসে ১০টি গাড়ি বিক্রি করতাম। এ বছর কোনো কোনো মাসে সর্বোচ্চ  ৪টি, কখনো একটিও বিক্রি হয়না।”

তিনি বলেন, “চলতি বছরের প্রথম ছয় মাসে বিলাসবহুল গাড়ির বিক্রি ৬০ শতাংশের বেশি কমে গেছে।”

এর পেছনে রাজনৈতিক অস্থিরতা, বিনিয়োগকারীদের আস্থা কমে যাওয়া এবং উচ্চ আয়ের মানুষের মর্জিমতো খরচ কমিয়ে দেওয়াকেই দায়ী করেন তিনি।

সংশ্লিষ্টরা বলছেন,“যারা একসময় নিয়মিত বিলাসবহুল গাড়ি কিনতেন—যেমন কর্পোরেট এক্সিকিউটিভ, ডাক্তার, আইনজীবী, ব্যবসায়ীরা—তারা এখন আর গাড়ি কিনছেন না,”।

Executive Motors বর্তমানে বাংলাদেশে BMW-র নয়টি মডেল বাজারজাত করছে—যার মধ্যে রয়েছে পেট্রোল, প্লাগ-ইন হাইব্রিড এবং ইলেকট্রিক গাড়ি। গাড়িগুলোর দাম শুরু হয়েছে ১.০৩ কোটি টাকা থেকে, যা ৩.৫ কোটি টাকারও বেশি পর্যন্ত গিয়েছে।

BRTA-এর তথ্য উল্লেখ করে নবী বলেন, ২০২৫ সালের প্রথমার্ধে মোট ৫,১১৯টি প্যাসেঞ্জার কার (যেগুলো ১০ জনের কম যাত্রী বহন করে) নিবন্ধিত হয়েছে। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১০,৪৯৯টি।

তিনি আরও বলেন, SUV নিবন্ধনের সংখ্যা বেড়েছে ঠিকই, কিন্তু বেশিরভাগই ১,৫০০ সিসি বা এর নিচের—অর্থাৎ উচ্চ মূল্যের গাড়ির বাজার তেমন গরম নয়।

BMW i7 এবং X5-এর মতো মডেলগুলোতে আগ্রহ থাকলেও কেনাকাটা ধীরগতির। “মানুষ এখন অপেক্ষা করছে। বাজারে আস্থা না ফিরলে বিলাসবহুল গাড়ির বিক্রি আগের অবস্থায় ফিরবে না,” বলেন নবী।

জার্মান ব্র্যান্ড Audi-র একমাত্র পরিবেশক Audi Bangladesh জানায়, গত বছরের জুলাই থেকে তারা প্রতি মাসে মাত্র ২-৩টি গাড়ি বিক্রি করতে পেরেছে, যেখানে আগে প্রতি মাসে গড়ে ৭-৮টি বিক্রি হতো।প্রতিষ্ঠানটি জানায়, Audi-র গাড়িগুলোর দাম ১.৬৯ কোটি থেকে ৩.৯৯ কোটি টাকার মধ্যে। তারা প্রায় ১ কোটি টাকা লোকসানে পড়েছেন এবং প্রতি মাসে অন্তত ৬টি গাড়ি বিক্রি না হলে পরিচালন ব্যয় সামলানো কঠিন হয়ে পড়ে।

HNS Automobiles-এর অপারেশনস প্রধান শফিকুল ইসলাম বলেন, “এই মুহূর্তে বিলাসবহুল গাড়ি বিক্রির জন্য বাজার পরিস্থিতি মোটেই অনুকূল নয়।”

তিনি বলেন, “বিগত প্রায় এক বছর ধরে সব ধরনের গাড়ির—বেসিক থেকে হাই-এন্ড—বিক্রি কম। মানুষ এখন বিলাসিতা বা বড় খরচে আস্থা হারিয়েছে।”

তিনি জানান, কিছুদিন আগেও উচ্চ আয়ের মানুষেরা সেডানের তুলনায় SUV কিনতেই বেশি আগ্রহী ছিলেন। “কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনে সেই ধারা ভেঙে গেছে, এমনকি বিলাসবহুল SUV-এর চাহিদাও কমেছে,” বলেন তিনি।

ইসলাম বলেন, “বিভিন্ন চলমান ঘটনা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা গ্রাহকদের মনোভাবে বড় প্রভাব ফেলেছে। মানুষ আর আগের মতো চট করে গাড়ি কিনছে না। এখন তারা অনেক বেশি সতর্ক—বিশেষ করে বড় অঙ্কের সিদ্ধান্তে, যেমন বিলাসবহুল গাড়ি কেনা।”