August 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 1st, 2025, 10:39 pm

রাজনৈতিক নেতার ভঙ্গিতে সালমানের বিগ বসের ঘোষণা

বিগ বস ১৯- এর টিজারে সালমান খান/ ছবি: ইনস্টাগ্রাম

 

সালমান খান কি রাজনীতিতে যোগ দিতে চলেছেন? ইনস্টাগ্রামে তার পোস্ট দেখে এ প্রশ্নই এসেছিল দর্শকদের মনে। একটি পোস্টার প্রকাশ করেছিলেন সালমান। তাতে রাজনৈতিক নেতাদের মতো দুই হাত উপরে তুলে আছেন তিনি। পরনে সাদা পোশাক আর নেহরু কোট। সামনে জন অরণ্য। উড়ছে সাদা পতাকা। ক্যাপশনে লিখেছিলেন, ‘দেখা হচ্ছে এক নতুন ময়দানে’।

ভারতীয় চলচ্চিত্র তারকাদের রাজনীতিতে যোগ দেওয়া নতুন কিছু নয়। তবে সালমান খান রাজনীতিতে জড়াবেন, বিষয়টি ঠিক বিশ্বাস হচ্ছিল না ভক্তদের। পরে জানা গেল, তেমন কিছুই ঘটছে না। রিয়েলিটি শো ‘বিগ বস’-এর নতুন সিজনে ফিরছেন সালমান। তার জন্যই এমন প্রচার।

বিগ বস ১৯-এর টিজার প্রকাশ করেছে জিও হটস্টার। গতকাল রাতে সালমান খানের শোয়ের নতুন টিজার প্রকাশ্যে এসেছে, সেখানে ‘ঘরওয়ালো কি সরকার’-এর থিম দেখানো হয়েছে। অর্থাৎ এবার বাড়ির সিদ্ধান্ত শুধু বিগ বস নয়, বরং ‘বিগ বস’-এর বাড়ির সব সদস্য একসঙ্গে নিতে পারবেন। এর সঙ্গে সঙ্গে ‘বিগ বস ১৯’-এর প্রিমিয়ারের তারিখও ঘোষণা করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

টিজারে সালমান খান দর্শকদের বলছেন, এই সিজনে অনুষ্ঠানটি বাড়ির সদস্যদের মতামত অনুসারে পরিচালিত হবে, যা মৌসুমে আরও মজার নতুন নতুন মোড় নেবে। অনুষ্ঠানের নতুন লোগো প্রকাশ করা হয়েছে, যা নতুন রঙ এবং শক্তিতে পূর্ণ।

আগামী ২৪ আগস্ট থেকে শুরু হবে বিগ বস ১৯ রিয়েলিটি শোর প্রচার। দেখা যাবে জিও হটস্টার ও কালারস টিভিতে। এ সিজনে প্রতিযোগী হিসেবে কারা থাকবেন, সে তালিকা এখনো প্রকাশ্যে আসেনি। তবে ১৫ জন প্রতিযোগীর মধ্যে ছোট পর্দার বেশ কয়েকজন অভিনয়শিল্পী, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কয়েকজন বাস্তবের জুটি থাকবেন বলে জানা গেছে।

২০১২ সাল থেকে নিয়মিতভাবে বিগ বস উপস্থাপনা করে আসছেন সালমান খান। নতুন মৌসুমে তিনি এ শো থেকে অবসর নেবেন বলে গুঞ্জন রটেছিল। তবে সে গুঞ্জন উড়িয়ে দিয়ে ১৯তম সিজনে ফিরলেন বলিউড ভাইজান।

তবে এবার পুরো শো উপস্থাপনায় থাকতে পারবেন না। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, পাঁচ মাস ধরে চলা এ শোর প্রথম তিন মাস দেখা যাবে সালমানকে, এরপর বিরতি দিয়ে ফিরবেন গ্র্যান্ড ফিনালেতে। তার অনুপস্থিতিতে উপস্থাপক হিসেবে দেখা যাবে ফারাহ খান, করণ জোহর ও অনিল কাপুরকে।

এনএনবাংলা/আরএম