December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 14th, 2023, 9:23 pm

রাজনৈতিক বক্তব্যের জন্য জামালপুরের ডিসি বদলি

জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করেছে সরকার।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, ইমরান আহমেদকে মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে।

জনস্বার্থে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এর আগে মো. ইমরান আহমেদ আসন্ন নির্বাচন নিয়ে মন্তব্য করে বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বর্তমান সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে।’

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালে জামালপুরে নবনির্মিত মাদারগঞ্জ পৌরসভা ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিবৃতিটির একটি ভিডিও মঙ্গলবার সকাল থেকে সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে প্রচারিত হতে শুরু করে এবং সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও এমন মন্তব্যের কারণে সমালোচনার জন্ম দেয়।

—-ইউএনবি