রাজবাড়ীতে তুচ্ছ ঘটনার জের ধরে এক যুবকের হাত কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষ। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
আহত রিয়াজ শেখ (২৪) উপজেলার দৌলতদিয়া সোরাপ মন্ডল পাড়ার মো. বাবু শেখের ছেলে।
অভিযুক্ত হুমায়ুন ওরফে হুমাই (২৫) একই উপজেলার সামসু মাস্টার পাড়ার হাসেম ওরফে হাসির ছেলে।
দৌলতদিয়া ইউনিয়নের স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল জলিল ফকির বলেন, আমরা কয়েকজন দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় বসে গল্প করছিলাম। এর মধ্যে রিয়াজ নামের ছেলেটি চিৎকার করে দৌড়ে আমার বোডিংয়ের মধ্যে ডুকে যায়। তখন আমরা খেয়াল করি তার বাম হাত থেকে অঝোরে রক্ত ঝরছে। আমরা কয়েকজন মিলে ওই তরুণকে ধাওয়া দিলে সে দৌড়ে পালিয়ে যায়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুদার জানান, প্রেম সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। আহত রিয়াজকে ফরিদপুর থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। ইতোমধ্যে এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশ কাজ শুরু করেছে।
—ইউএনবি
আরও পড়ুন
বেরোবিতে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত
তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রী দুর্ভোগে পড়েন তিন ঘণ্টা দেরিতে যাত্রা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ শূন্য আসনে ভর্তি ও সাক্ষাৎকার ১৫ জানুয়ারি