রাজবাড়ীতে মাহেন্দ্র ও ট্রাকের সংঘর্ষে মাহেন্দ্রের চালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের জেলা সদরের আলীপুর ইউনিয়নের কল্যাণপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাহেন্দ্রের চালক ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নবুওসিউদ্দিন পাড়ার আব্দুর রশিদ শেখের ছেলে সুজন (৩৫), সদর উপজেলার হরিহরপুর গ্রামের জিলাল প্রামাণিকের ছেলে মমিন প্রামাণিক (২৪) এবং ফরিদপুর জেলার মধুখালি উপজেলার কামালদিয়া গ্রামের জালাল শেখের ছেলে সাইফুল শেখ (২০)।
রাজবাড়ী আহল্লাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, দুর্ঘটনায় মাহেন্দ্রের চালকসহ অপর দুই জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
ওসি আরও জানান, এ ঘটনায় ট্রাককে আটক করা সম্ভব হলেও চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
—-ইউএনবি
আরও পড়ুন
এই সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই: বিএনপি
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন