January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 12th, 2021, 1:02 pm

রাজবাড়ীতে সাবেক চেয়ারম্যান ও আ’লীগ নেতাকে ‘গুলি’ করে ‘হত্যা’

রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাকে গুলি করে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে।

নিহত আব্দুল লতিফ মিয়া সাবেক ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে তার নিজ বাড়ির সামনে তাকে গুলি করে। এসময় তার বুকে ও পাজরে পাঁচটি গুলি লাগে। গুলির শব্দে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে পরে ফরিদপুরে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা নেবার পথে ভোরে তিনি মারা যান।

লতিফ মিয়ার বড় ভাইয়ের ছেলে আরিফুল ইসলাম বলেন, ‘আমার চাচা আসন্ন ইউপি নির্বাচনে একজন প্রার্থী। সেজন্য রাত ৯টা পর্যন্ত ৫নং ওয়ার্ডে গণসংযোগ করে বাসায় ফিরছিলেন। তখন বাড়ির সামনে থেকে তাকে গুলি করা হয়।’

–ইউএনবি