রাজশাহীতে একটি অটো গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে নগরীর বোয়ালিয়া সপুরা কয়েরদাঁড়া এলাকায় এই আগুনের সূত্রপাত হয়।
গ্যারেজের মালিক নাদিম হোসেন জানান, রাজশাহী নগরীর বোয়ালিয়া সপুরা কয়েরদাঁড়া এলাকায় মা আমেনা অটোসেন্টারে বিদ্যুতের শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ৪০টি বড় অটো ও সাতটি অটোরিকশা পুড়ে গেছে।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, একটি অটো গ্যারেজে শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। এখনও দমকল বাহিনী ঘটনাস্থলে কাজ করছেন।
—ইউএনবি
আরও পড়ুন
জমকালো আয়োজন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ডে পালিত
সিলেটের ‘সাদা পাথর’ লুটপাট: সিআইডি অনুসন্ধান শুরু, ৫০ জনের সংশ্লিষ্টতা যাচাই
জয়পুরহাটে রেলের সম্পত্তির উপর গড়ে তোলা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান