January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 9th, 2024, 7:48 pm

রাজশাহীতে বাসের চাকায় পিষ্ট হয়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীর পুঠিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে উপজেলায় পুঠিয়া-তাহেরপুর সড়কের কাঁচুপাড়া হোসেনের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পুঠিয়া উপজেলার তেতুলিয়া এলাকার আক্কাস আলীর ছেলে মহব্বত আলী (২৫) এবং জেকের আলীর ছেলে আবু সাঈদ (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে চড়ে তারা দুজন পুঠিয়া থেকে তাহেরপুরের দিকে যাচ্ছিলেন। আর তাহেরপুর থেকে পুঠিয়ার দিকে আসছিল এমপি সাফারি নামের একটি বাস। মোটরসাইকেলের গতি ছিল বেশি। কাঁচুপাড়া হোসেনের বটতলা নামক স্থানে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ভেতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থালে দুইজন মারা যান।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই যুবক মারা যান। তবে মোটরসাইকেল আরোহীরাই দ্রুত গতিতে থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।

তিনি আরও বলেন, ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

—-ইউএনবি