December 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 18th, 2025, 7:00 pm

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাও

রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় অভিমুখে আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে লংমার্চ করেছে ‘ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জুলাই ৩৬ মঞ্চ’। পরে হাইকমিশন কার্যালয় থেকে প্রায় ১০০ গজ দূরে ব্যারিকেড দিয়ে পদযাত্রাকারীদের আটকে দেয় পুলিশ। এসময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরিস্থিতি বিবেচনায় আজ সকাল থেকে হাইকমিশনের যাবতীয় দাপ্তরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ‘ভারতীয় আধিপত্য বিরোধী জুলাই ৩৬ মঞ্চ’ এর ১০ থেকে ১৫ জন সদস্য মাথায় জাতীয় পতাকা বেঁধে নগরীর ভদ্রা মোড়ে জড়ো হন। পরে স্লোগান দিতে দিতে তারা পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয়ের দিকে পদযাত্রা শুরু করেন। সেখানে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়েন। এসময় উদ্ভূত পরিস্থিতিতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করে হাইকমিশন কার্যালয় ও এর আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা গড়ে তোলা হয়। সহকারী হাইকমিশন কার্যালয় থেকে প্রায় ১০০ গজ দূরে দেয়া হয় ব্যারিকেড। একপর্যায়ে জুলাই ৩৬ মঞ্চের সদস্যরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় তদের ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এক পর্যায়ে ‘ভারতীয় আধিপত্য বিরোধী জুলাই ৩৬ মঞ্চ’ রাস্তায় জোহরের নামায আদায় করে।

কর্মসূচির অন্যতম সমন্বয়ক সোয়েব আহমেদ বলেন, তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে এলেও পুলিশ অন্যায়ভাবে তাদের পথ রোধ করেছে। তিনি আরও উল্লেখ করেন যে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের এই লড়াই ন্যায়ের পক্ষে এবং এটি চলমান থাকবে। আরেক আন্দোলনকারী মিফতাহুল জান্নাত বলেন, সীমান্তে অব্যাহত হত্যাকাণ্ড এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের প্রতিবাদে তারা সমবেত হয়েছেন, কিন্তু পুলিশি বাধা দিয়ে জনগণের কণ্ঠ রোধ করা হচ্ছে।  মিছিলে অংশ নেওয়া মহাফুজা বুশরা জানান, একটি স্বাধীন দেশে নাগরিক অধিকার রক্ষায় তারা রাজপথে নেমেছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা পিছু হটবেন না।

জুলাই ৩৬ মঞ্চের সদস্য শাহরিয়ার কবির বলেন, “ভারত আমাদের দেশের ওপর নানা ধরনের আগ্রাসন চালাচ্ছে। সীমান্তে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। আমাদের নিরপরাধ মানুষদের হত্যা করা হচ্ছে। খুনি হাসিনাকে তারা ভারতে আশ্রয় দিয়েছে। ওসমান হাদির খুনিদেরও ভারত আশ্রয় দিয়েছে। আমরা ভারতীয় আগ্রাসন মানি না।”

বর্তমানে রাজশাহী মহানগরীর পদ্মা হাউজিং এ অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সতর্ক অবস্থানে রয়েছে পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা। এদিকে পরিস্থিতি বিবেচনায় আজ সকাল থেকে আগামী দু’দিনের জন্য হাইকমিশনের যাবতীয় দাপ্তরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে যে সব ভিসা আবেদনকারী বৃহস্পতিবারের জন্য ‘স্লট’ বুক পেয়েছিলেন তাদের জন্য নতুন তারিখ এবং সময় নির্ধারণ করা হবে বলে জানা গেছে।