বিএনপি,জামায়াত ও সমমনা বিরোধী দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলাকালে রবিবার(১৯ নভেম্বর) রাজশাহীর পুঠিয়া ও গোদাগাড়ী উপজেলায় দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, রবিবার রাতে নাটোর থেকে একটি বেসরকারি কোম্পানির শ্রমিকদের বহনকারী একটি বাস বাগমারা উপজেলার তাহেরপুরের দিকে যায়। রাত সাড়ে ৯টার দিকে ফেরার পথে ধোপাপাড়া এলাকায় চলন্ত বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গোদাগাড়ী উপজেলায় শিমু নূর তাজ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের উদপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হেলমেট পরিহিত দুই মোটরসাইকেলে চারজন চাঁপাইনবাবগঞ্জগামী চলন্ত বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলেও জানান ওসি।
চালক বাসথামানোর পর যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
—-ইউএনবি
আরও পড়ুন
মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিক সিদ্দিকের স্ত্রী-মেয়ে
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও