জেলা প্রিতিনিধি :
করোনা ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জন রাজশাহীর ও বাকি ৫ জন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।
শনিবার (১৯ জুন) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে করোনা আক্রান্তের হার কমেছে। হাসপাতালের দুটি আরটিপিসিআর ল্যাবে ৩৭৬ জনের নমুনায় ১১৩ জন শনাক্ত হয়েছে যা ৩০.০৫ শতাংশ।
রোগীর চাপ সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষকে অতিরিক্ত করোনা শয্যার আয়োজন করতে হচ্ছে তাতে সিলেন্ডারের অক্সিজেন দিয়ে অর্ধশতের বেশি রোগীর চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন
৪ মাস শূন্য থাকার পর ডিএমপিতে নতুন ডিবিপ্রধান, দায়িত্বে ডিআইজি শফিকুল
জুলাই সনদ ও সংস্কার হলে ফেব্রুয়ারিতেই নির্বাচনের জন্য প্রস্তুত এনসিপি: নাহিদ
বিকেএসপি’র ৩৫ তম ব্যাচের অভিনব বিদায়