রাজশাহী নগরীর তালাইমারী এলাকায় পদ্মা নদীতে দুটি নৌকাডুবির ঘটনায় তিনজন কৃষি শ্রমিক নিখোঁজ হয়েছেন। রবিবার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শ্রমিকরা হলেন-রাজশাহী নগরীর মতিহার থানার চরশ্যামপুর এলাকার বাসিন্দা নজু, নবী ও সাদেক।
রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক জাকির হোসেন জানান, জোগার ঘাট এলাকা থেকে মধ্যচরের দিকে যাওয়ার সময় নদীতে প্রবল স্রোতের কারণে ২৭ শ্রমিক বহনকারী নৌকাটি ডুবে যায়।
তিনি বলেন, তাদের মধ্যে ২৪ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছে।
ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন